Connect with us

Uncategorized

কে এই মোস্তফা সরয়ার ফারুকী ?

Published

on

অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নতুন করে আরও ৪ জন উপদেষ্টা নিয়োগ করেছ সরকার ফারুকী ছাড়া অন্য তিনজনের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন ও ড. সাইদুর রহমান।

এখন প্রশ্ন হলো কে এই ফারুকী-

বাংলাদেশি সিনেজগতে ফারুকী যেন নতুন এক ফিলোসফার। একাধারে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা তিনি। নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেছেন ‘ছবিয়াল’ নামে একটি সংগঠন। ভিন্ন ধারার সিনেমার সঙ্গে দেশের মানুষকে অভ্যস্ত করে তুলেছেন। দেশের গণ্ডি পেরিয়ে নিজের চিহ্ন রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনেও।

জন্ম ও বাবা-মা

১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়ায় জন্ম মোস্তফা সরয়ার ফারুকীর। তার বাবার নাম আবদুর রব, মা কুলসুম বেগম।

পরিবার

২০১০ সালে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যাসন্তান রয়েছে তাদের।

চলচ্চিত্র নির্মাণে আসা

১৯৯৯ সালে মিডিয়ায় পথচলা শুরু করেন ফারুকী। ছোট পর্দায় অসাধারণ কিছু টেলিফিল্ম ও সিরিয়াল নির্মাণ করেছেন তিনি। ‘স্পার্টাকাস ৭১’, ‘চড়ুইভাতি’, ‘কানামাছি’ ও ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’র মতো নন্দিত টেলিফিল্ম তৈরি করেছেন ফারুকী। পাশাপাশি ‘একান্নবর্তী’, ‘সিক্সটিনাইন’ ও ‘৪২০’ তার নির্মিত জনপ্রিয় কিছু সিরিয়াল। আনিসুল হকের ‘আয়েশামঙ্গল’ অবলম্বনে ফারুকী নির্মিত ‘আয়েশা’ নাটকটিও পেয়েছে দর্শকপ্রিয়তা।

সিনেমায় ফারুকীর সূচনা ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। গল্পের গাঁথুনি, নিজের প্রজ্ঞা ও মুনশিয়ানার মিশেলে সামাজিক সম্পর্কগুলোর অসংগতি নিপুণভাবে সেলুলয়েডের ফিতায় ফুটিয়ে তোলেন এই নির্মাতা। তার তৈরি সিনেমার সংলাপ থেকে শুরু করে গান—সবই হয়ে ওঠে তরুণদের ক্রেজ।

ব্যাপক সাড়া জাগায় তার নির্মিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ সিনেমাটিও। ২০০৯ সালে মুক্তি পাওয়া তার এই ছবি ‘পুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘রোটেরডেম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘ফ্রাইবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ ও ‘আবুধাবি চলচ্চিত্র উৎসব’-এ অফিসিয়াল সিলেকশনে ছিল।

এ ছাড়া ২০১০ সালে ‘টিবুরন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’, ‘জোগজা-নেপটেক এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ গোল্ডেন হ্যানোমেন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয় সিনেমাটি। ২০১৪ সালে ‘কেস উইক চলচ্চিত্র উৎসবে’ প্রদর্শনীর পাশাপাশি ৮৩তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ফারুকী নির্মিত এই সিনেমা। ২০১২ সালে ‘টেলিভিশন’, ২০১৩ সালে ‘পিঁপড়াবিদ্যা‘ এবং ২০১৭ সালে ‘ডুব’ সিনেমা নির্মাণ করে নিজের জাত চেনান ফারুকী। ২০১৪ সালে ‘বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ সমাপনী ছবি হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘টেলিভিশন‘ সিনেমার।

পুরস্কার

বুসানে ‘এশিয়ান সিনেমা ফান্ড ফর স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট অ্যান্ড পোস্ট-প্রোডাকশন’-এর পুরস্কার জিতে নেয় তার নির্মিত সিনেমা টেলিভিশন। এমনকি ৮৬তম অস্কারেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ‘মেড ইন বাংলাদেশ‘ ছবিতে ফারুকী দেখিয়েছেন দুর্দান্ত পলিটিক্যাল স্যাটায়ার। ২০০৮ সালে ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে‘ সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় এই সিনেমা।

সমালোচনা

ফারুকীর প্রতিটি ছবিই অসংখ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বাহবা কুড়িয়েছে। তবে প্রশংসার পাশাপাশি সমালোচনাও কম হয়নি। বিশেষত ‘ডুব : নো বেড অব রোজেস’ সিনেমাটি সাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবনের একটি অংশের সঙ্গে মিল থাকায় বিতর্কের সৃষ্টি হয়। তবে এসব বিতর্ক নিয়েই ফিল্ম বাজার ইন্ডিয়ার ‘দুবাই ফিল্ম মার্কেট অ্যাওয়ার্ড’ পায় সিনেমাটি। প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান অভিনীত এই চলচ্চিত্র ৯১তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

অন্য গুণ

নাটক-সিনেমার পাশাপাশি লেখালেখিও করেন ফারুকী। ‘রাফকাট’ নামে একটি বই রয়েছে তার। মাঝেমধ্যে লেখেন কবিতাও।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

অস্কারে যাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’

Published

on

৯৭তম অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে লড়বে ‘বলী (দ্য রেসলার)’। দেশের নানা প্রতিযোগিতায় অংশ নেয়া ও পুরস্কার জেতার পর এবার অস্কারে বিশ্বের সেরা সিনেমাগুলোর সঙ্গে লড়বে সিনেমাটি। এটি পরিচালক ইকবাল হোসাইন চৌধুরীর প্রথম সিনেমা।

অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবি মনোনয়নের বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে ইকবাল হোসাইন চৌধুরী’র চলচ্চিত্র ‘বলী’ (দ্য রেসলার)’ ছবি জমা পড়ে।

০১ অক্টোবর মঙ্গলবার রাতে চলচ্চিত্রটি দেখার পর ছবিকে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। পিপলু আর খানের প্রযোজনায় (দ্য রেসলার) ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেতা নাসির উদ্দিন খান, একেএম ইতমাম, প্রিয়াম অর্চি, এনজেল নুর, তাহাদিল আহমেদ প্রমুখ। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে নাসির উদ্দিন খানকে।

সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার পেয়েছিল।

কয়েকদিন আগে কানাডায় মুক্তি পায়। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

উল্লেখ্য, অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের আয়োজনে ২০২৫ সালের ০২ মার্চ অনুষ্ঠিত হবে ৯৭তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেওয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি।

Continue Reading

Uncategorized

বাতিল হচ্ছে আরিফিন শুভর ‘কোটায়’ পাওয়া প্লট

Published

on

ঢালিউড অভিনেতা আরিফিন শুভকে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশে সংরক্ষিত কোটায় বরাদ্দ পাওয়া ১০ কাঠার প্লটটি বাতিলের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে মুজিব সিনেমার প্রযোজক লিটন হায়দারের প্লটও বাতিল হচ্ছে বলে জানা গেছে।

গতকাল (বুধবার) প্লট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের চেয়ারম্যান মে. জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার।

জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর অনুষ্ঠিত রাজউকের বোর্ড সভায় পূর্বাচল নতুন শহর প্রকল্প থেকে শুভকে ১০ কাঠা এবং প্রযোজক লিটন হায়দারকে ৩ কাঠার একটি প্লট বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর এ প্লটের বিপরীতে শুভ সরকার-নির্ধারিত টাকা জমা দিয়ে একটি চুক্তিপত্রও গ্রহণ করেন। কিন্তু সময় স্বল্পতার কারণে তিনি এ প্লটের রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে নিতে পারেননি।

এরই মধ্যে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শুভর প্লটসহ গত ১৫ বছরে রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া প্লটগুলো নিয়ে হিসাব-নিকাশ শুরু হয়। এরই ধারাবাহিকতায় আরিফিন শুভ ও লিটন হায়দারের প্লট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজউক।

জানা যায়, সাবেক শেখ হাসিনা সরকারের তোষামোদি করে প্লট বাগিয়ে নিয়েছেন আরিফিন শুভ। তার প্লটের আইডি নম্বর-০১-৪০৩-০০৮, কোড নম্বর-১৯০৮৯৯ এবং ১৩/এ-ধারায় তিনি প্লট বরাদ্দ পেয়েছেন। এ ধারায় সংরিক্ষত কোটায় প্লট বরাদ্দ দেওয়া হয়ে থাকে। ২০২৩ সালের ২৭ নভেম্বরের বোর্ড সভার সিদ্ধান্তে এ প্লট বরাদ্দ দেওয়া হয়েছে বলে রাজউকের সংশ্লিষ্টরা জানান।

তারা জানান, রাজউকের বরাদ্দ নীতিমালা অনুযায়ী সংরক্ষিত কোটায় প্লট দেওয়া হয় ১৩-এ ধারাতে। সেখানে বলা হয়েছে-সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সরকারি-বেসরকারি কর্মকর্তা; যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে অবদান রেখেছেন, তাদেরকে এ ধারায় প্লট দেওয়া যায়। তবে এ ধারার শর্ত অনুযায়ী যাদের রাজউক এলাকায় যাদের নিজস্ব প্লট বা ফ্ল্যাট রয়েছে, তারা প্লট পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হন না।

২০২৩ সালে ‘মুজিব’ সিনেমা দিয়ে বেশ আলোচনায় আসেন ঢাকাই সিনেমার নায়ক আরিফিন শুভ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ এ অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। মাত্র ১ টাকার বিনিময়ে বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন এই নায়ক। তবে জানা যায়, তার বিনিময়ে পেয়েছিলেন রাজউকের ১০ কাঠার একটি প্লট। সংরক্ষিত কোটায় সেই প্লট পান শুভ।

Continue Reading

Uncategorized

কী নির্মম! কী নিষ্ঠুর!

Published

on

মাঝে মাঝেই আমি আমার বাবা’কে নিয়ে লিখি। বাবা আমার ভীষণ আবেগের জায়গা। নানান ছোট বড় স্মৃতির গল্প লেখা আছে আমার বাবাকে কেন্দ্র করে। সেইসব গল্প পড়ে অনেক দূর দুরান্তের মানুষ আবেগাতুর হয়েছেন। কেউ কেউ কেঁদেছেন। তাদের কেউই আমার বাবাকে দেখেননি। অথচ আমার স্মৃতিতাড়নার ভেতর দিয়ে হয়ত সেই মানুষগুলি তাদের নিজেদের বাবাকে স্পর্শ করতে পারতেন।
বাবারা এমনই!
আপনারা বিশ্বাস করবেন কি না জানি না। আমার বাবাকে নিয়ে লেখাগুলির কল্যানে যুক্তরাষ্ট্রের কলোরাডোর এক অচেনা যুবক আমাকে তার শহরে আমন্ত্রন জানিয়েছিল। ২ দিন তার শহরে ফাইভস্টারে রেখে পুরো শহর দেখিয়েছে- খাইয়েছে। সে কলারোডোর পুলিশে চাকরী করে। কারণ একটাই। আমার বাবাকে নিয়ে একটা লেখা পড়ে সে নাকি হুহু করে কেঁদেছে সারারাত। তার নিজের বাবাকে মনে করে!
বাজে ভাবে বললে এমন শোনায়-
আমি আমার বাবার স্মৃতি বিক্রি করে অচেনা শহরে দুই বেলা খাবারের সুযোগ করে নিয়েছিলাম।
আমার বাবা সাধারণ মানুষ ছিলেন।
কিন্তু এদেশে একজন তার বাবার স্মৃতি/কীর্তি বিক্রি করে ২১ বছরের ক্ষমতা-শাসন দাপট দেখিয়ে ফেলেছেন।
কারণ তার বাবা অসাধারণ ছিলেন!
পার্থক্য এটাই – বিতশ্রদ্ধ হয়ে এখন আর কোনো বাঙালি সেই সন্তানের হিংস্রতার কারনে আর সেই বাবার স্মৃতিকে বিক্রি করার কোনো সুযোগ দিতে চান না। আর দেবে না!
আমার এখন প্রায়ই বিভিন্ন কাজে-অকাজে প্রিয় মানুষ আকাশ রহমানের সাথে কথা হয়। নিউইয়র্কে থাকেন আকাশ ভাই। বন্ধু মানুষ। ভালমনের বন্ধু পাওয়া ভাগ্যের। আকাশ ভাই তেমনই। পাবনার ছেলে। দুদিন আগে নিউইয়র্কে বিশাল আয়োজনে তিনি তার বাবার মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল আয়োজন করছেন। আমাকে যেতে বলেছিলেন। পারিনি যেতে।
দীর্ঘদিন ধরে আমার প্রিয় এই বন্ধুবর, ভাই আকাশ রহমান যুক্তরাষ্ট্রে থাকেন। সেখানে ব্যবসায়িক ভাবে সুপ্রতিষ্ঠিত তিনি । ভীষণ বাবাভক্ত ছেলে আকাশ রহমান। সেখানে তিনি তার বাবাকে স্মরণ করছেন যেখানে।
সেখানকার অধিকাংশই- আকাশ রহমানের বাবাকে চেনেন না। জানেন না। কিন্তু সন্তানের কীর্তির মাপেই তার বাবার জন্য সবাই দোয়া করেছেন।
কারণ আকাশ রহমানকে আমি নিজে দেখেছি। তিনি তার হোম কেয়ারে নিউইয়র্কের প্রায় অর্ধসহ¯্র বৃদ্ধ বাবার সেবার কাজটিই করেন। বুড়ো বাপদের সাথে সারাদিন খেলেন, কথা বলেন, তাদের দেখভাল করেন সারাক্ষণ। হয়ত সেই সকল বাবাদের ভেতরেই আকাশ তার নিজের বাবাকে দেখার চেষ্টা করেন।
বাবা- আমাদের জীবনে প্রত্যেকেরই এমনই।
মসজিদে জুম’আ বা আসরের নামাজের শেষেই মূলত মিলাদ দোয়া বেশি হয়। সেখানে যখন কোনো সন্তান মোনাজাতের আগে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলেন, প্রিয় ভায়েরা, আজ আমার বাবার মৃত্যুবার্ষিকী, বাবার জন্য দোয়া কইরেন। তখন মুসল্লিরা অনেকেই কিন্তু বাবাকে চেনেন না। সেই বাবাকে মাপতে থাকেন ঐ সন্তানের আকুলতা, বিণয়বচন দিয়েই!
আমরা প্রত্যেকেই তাই।
আমার বাবা ছিল শেখ সাব এর ভক্ত। [ বঙ্গবন্ধুকে বাবা শেখসাব বলে ডাকতো। ] আমার বড় চাচা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। শেখ হাসিনার শাসনামল বাবা দেখে যাননি।
তবে বলতেন – শেখের বেটি তো। খারাপ করবে না!
আমি তো বঙ্গবন্ধুকে দেখিনি।
ঐ বাবার মুখের কথা শুনেই প্রথম তাঁকে মাপা শুরু করি।
কিন্তু সেই শেখের বেটি যখন পিলখানায় বিডিআর অফিসার মারলো। হতবাক..
সেই শেখের বেটির বাহিনী যখন আবরারকে মারল। বিচার হলো না। তখন ফেসবুতে অনেকগুলো লেখা লিখলাম। একটি লেখার জন্য সাইবার ক্রাইমের নাজমুল আমাকে হুমকি দিলো। আমার আইডি ২ দিনের জন্য হ্যাক করে ফেলল!
তার হাতে পায়ে ধরে আমি আইডি ফেরত আনলাম।
কিছুদিন আগে সেই শেখের বেটি যখন তার নিজের নাগরিককে হ*ত্যা করে ট্যাংক থেকে নর্দমার মতো ফেলে দেয়!
যখন সেই শেখের বেটির নির্দেশে কোনো এক কনস্ট্রাকশন বিল্ডিংয়ের ঝুলে থাকা কিশোরকে মারতে ৬ রাউন্ড গুলি ছোঁড়া হয়..
যখন সেই শেখের বেটি’র হুকুমে সবার সামনে আবু সায়ীদকে মেরে ফেলার পরদিনও অনুতপ্ত না হয়ে স্থাপনা ভাঙার কষ্টে মায়াকান্না কাঁদে..
যখন শেখের বেটির আদেশে উত্তরায় এক মাঝ বয়সী যুবক বাজার করতে নেমে ৩ রাউন্ড গুলি খেয়ে পুলিশের পা জাপটে ধরে বলে ‘আর মাইরেন না..এরপর আবারও গুলি করা হয় তাকে!
যখন সেই শেখের বেটির সরাষ্ট্র মন্ত্রী’ তার পুলিশ বাহিনীর সাথে খোশমেজাজে মোবাইলে দেখিয়ে বলে,
‘স্যার একটা মারি, একটাই থামে, বাকি গুলা পেছায় না.. এইডাই সমস্যা।’
যেন শেখের বেটির কাছে আমরা কেউই মানুষ ছিলাম না।
আমরা যেন একেকটা কীট! তার মসনদই আসল। কীটগুলো পিষে ফেলতে চায় !
কী নির্মম! কি নিষ্ঠুরতায় ভরা পৈশাচিক কান্ড ঘটার পর..
সেই শেখের বেটি আগামী পরম্পরায় কোনো মসজিদ বা কোনো প্রার্থনালয়ে যখন বলতে চাইবে-
আজ আমার বাপের মৃত্যুবার্ষিকী! সবাই দোয়া কইরেন। তখন এই শেখের বেটি’র দিকে চেয়ে প্রার্থনাদায়ী মানুষগুলো থুতু দেবে। যারা যারা শেখের বেটির বাবাকে দেখেই নি। জানেনই নি।
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাই কুলাঙ্গার, হিংস্র দানব সন্তানেরা তাদের বাবাদের প্রার্থনাগুলো অভিশাপে পরিনত করে দেয়!
গত কয়েকটা দিয়ে প্রায় প্রতিদিন একেকটা আয়নাঘরের নির্মমতার গল্প শুনি আর অভিশাপ দিতে ইচ্ছে করে। রাতে ঘুম আসে না.. এত নিষ্ঠুরতার গল্প শুনে!আমি যখন এই লেখাটি লিখছি- তখনও হাসপতালে প্রায় ৬ হাজার মানুষ হাসপাতালে কাতরাচ্ছে!!
এসবকে প্রশ্রয় দেয়া মায়াকান্নার দালালদের
আজ মানুষ বলে মানতে কষ্ট হয়!!
তখন আজকের দিনে বঙ্গবন্ধু’র
প্রতি আফসোস ছাড়া কিছুই মুখে-মনে আসে না।
আহ !! এমন এক পিশাচকে জন্ম দিয়েছিলেন!!
Continue Reading

Trending

KOLAHALL
EDITOR: TANVIR SHAHEEN
OFFICE ADDRESS: 40 John street Hartford Connecticut 06106 USA
CONTACT: +19179574390
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com