বিনোদন

বায়োস্কপ ফিল্মসের ৫০ তম পরিবেশনায় যুক্তরাষ্ট্র-কানাডার দর্শকদের উপহার দিচ্ছেন ‘তান্ডব’

Published

on

বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ও রওশানা রুবনা রশীদ

এবারের ঈদ উল আজহায় মুক্তি পাচ্ছে বহুল আলোচিত চলচ্চিত্র ‘তান্ডব’। ছবিটি বায়োস্কপ ফিল্মসের ৫০ তম পরিবেশনা। একই সাথে ছবিটি মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ানের ২৬ বছর পূর্তির চলচ্চিত্র।
এদিকে রায়হান রাফি পরিচালিত ‘তান্ডব’ ছবিটি মুক্তির আগেই যেন এই ছবিটি নিয়ে ব্যপক তোলপাড় শুরু হয়েছে। ছবিটির ‘লিচুর বাগান’ গানটি আগের সকল রেকর্ড ভেঙে দিয়েছে এরইমধ্যে।
‘তান্ডব’ ঈদ উল আজহায় বাংলাদেশে মুক্তির পর আগামী ১৩ জুন ইউরোপ আমরিকা, কানাডার অর্ধশত সিনেমা হলে ধারাবাহিকভাবে মুক্তি দেয়া হবে।

ছবিটির ওভারসিজ রিলিজের দায়িত্বে রয়েছে বায়োস্কপ ফিল্মস। প্রতিষ্ঠানটি এবারে একই সাথে আমেরিকা ইউরোপে অর্ধশতাধিক সিনেমা হলে মুক্তি দিচ্ছে। ইউরোপ আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তির ক্ষেত্রে প্রথম সপ্তাহে মোট ৬০ টি সিনেমা হলে মুক্তির প্রস্তুতি চলছে।
এ প্রসঙ্গে বায়োস্কপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ও রুবনা রশীদ খান বলেন,‘শাকিব খানের ছবির ক্ষেত্রে সবসময়ই একটু বড় পরিসরেই ভাবতে হয়। কারণ তার ফ্যানবেজটা বিশাল। এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এবারের ছবিটি নিয়ে আমরা ভিন্ন স্ট্রাটেজি গ্রহন করেছি। একই সাথে আমেরিকা, কানাডা ও ইউরোপে মুক্তি দেবো।’


এক্ষেত্রে নিউইয়র্কের কিউ গার্ডেন সিনেমাস ও শোকেস ফারমিংডেল এবং লস এনজেলেসের লেমলি নর্থ হলিউডসহ ভার্জিনিয়া, বস্টন, সান ফ্রানসিসকো, শিকাগো এবং ডালাসের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘তান্ডব’ আগামী শুক্রবার ১৩ জুন ২০২৫ এ। এছাড়াও রোম, স্টকহোম, কোপেনহেগেন এবং টরন্টোতে একই দিনে মুক্তি দেয়া হবে ছবিটি। এই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে পরবর্তী শহরগুলোতে প্রদর্শিত হবে ‘তান্ডব’।
উল্লেখ্য, রায়হান রাফি তার পরাণ, সুড়ঙ্গ ও তুফানের ব্লকবাস্টার সাফল্যের পর এবারে তান্ডব ছবিটি নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের মাঝে।
ছবিটি নিয়ে নানান আলোচনা প্রসঙ্গে রায়হান রাফি বলেন,‘একটি ছবি নিয়ে কখনওই আগে কিছু বলতে আমি নারাজ। তবে দীর্ঘদিন ধরে অনেকেই আমাকে বলে আসছিল আমাদের চলচ্চিত্রে কেন মাল্টি-কাস্টিং হয়না। এ কারণে তান্ডব ছবিতে একাধিক চমক দেখিয়েছি। যা নিয়ে আগে আমি কিছুই বলতে চাই না। আশা করি ছবিটি হলে মুক্তি পেলেই সকল প্রশ্নের জবাব মিলবে।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্র জানায়, একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। ছবির গল্প রচনায় রয়েছেন পরিচালক নিজেই, এবং চিত্রনাট্য করেছেন আদনান আদিব খান ও রায়হান রাফী যৌথভাবে।
ঈদ উপলক্ষে দেশজুড়ে প্রায় দেড় শতাধিক সিনেমা হলে ‘তান্ডব’ মুক্তির পরিকল্পনা রয়েছে। এটি হতে যাচ্ছে এবারের ঈদের সবচেয়ে বড় বাজেট ও তারকাবহুল সিনেমা। যেখানে শাকিব খানের সঙ্গে দেখা যাবে আফজাল হোসেন, জয়া আহসান, সাবিলা নূর, ফজলুর রহমান বাবু, সুমন আনোয়ার,সিয়াম আহমেদসহ একাধিক তারকাদের। ছবিটি প্রযোজনা করছে আলফা আই ও শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

https://youtu.be/2S8x4hIbbK4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

KOLAHALL
EDITOR: DR. ANIMA ROY
DHAKA OFFICE : JB HOUSE, H 62 RD 14 NIKETON, GULSHAN, DHAKA 1212 NYC OFFICE ADDRESS: 1068 WARING AVENUE NY
CONTACT: +8801712149590 [ BD ] +19293653765 [ USA ]
EMAIL: kolahallcommunication@gmail.com

Copyright © 2024 Kolahall.com