মিডিয়া
বাংলাদেশ বেতারে উর্দু সার্ভিস ফের চালু

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর, বাংলাদেশ বেতার ফের উর্দু ভাষার অনুষ্ঠান চালু করতে যাচ্ছে। এ নিয়ে ছড়িয়েছে বিভ্রান্তি। এমনকি শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, উর্দু অনুষ্ঠানের অনুমোদনও হয়ে গেছে। উর্দু অনুষ্ঠানের নেপথ্যের ঘটনা কী?
জানা গেছে, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও দক্ষিণ এশিয়ার প্রবাসী বাংলাদেশী এবং বিদেশি শ্রোতাদের কাছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে অনুষ্ঠান ও সংবাদ প্রচার করে বাংলাদেশ বেতারের বিশেষায়িত ইউনিট ‘বহির্বিশ্ব কার্যক্রম’। এটি ৪৭৫০ কিলোহার্জ ও ৬৩ দশমিক ১৬ মিটার ব্যান্ডে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে শোনা যায়।
বাংলাদেশ বেতারে অনেক বছর ধরেই দৈনিক ছয়টি ভাষা, বাংলা, ইংরেজি, উর্দু, হিন্দি, আরবি ও নেপালীতে মোট ৬ ঘণ্টার অনুষ্ঠান ও সংবাদ প্রচার হতো। মাঝে কিছুদিন উর্দু ভাষার সম্প্রচার বন্ধ হয়ে বাংলাদেশ বেতারের বহির্বিশ্ব কার্যক্রমের স্থিতি ১ ঘণ্টা কমে যায়। এখন সেই ১ ঘণ্টা পুনরায় চালু করতে বাংলাদেশ বেতারে আবেদন করেছেন উর্দু ভাষার অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়া কয়েকজন শিল্পী, উপস্থাপক ও সংবাদ পাঠক। তাদের আবেদনের প্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ বেতারের অনুষ্ঠান বিভাগের উর্ধ্বতন কর্মকতারা একটি সভা করেন। যথারীতি সভা সংক্রান্ত একটি নোটিশ বাংলাদেশ বেতারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তা নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা, বিতর্ক ও বিভ্রান্তি ছড়ায়।
বেতারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাংলাদেশ বেতার আমাদের রাষ্ট্রীয় গণমাধ্যম। আমাদের মহান স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় ফ্রন্ট হিসেবে অগ্রণী ভূমিকা রেখেছে। বাংলাদেশ বেতারের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে বিশ্ববাসীর কাছে তুলে ধরা আমাদের জন্য গৌরবের। এখানে বহির্বিশ্বের যত ভাষায় অনুষ্ঠান চালু হবে, ততই আমাদের দেশ সম্পর্কে জানানোর পরিসর বিশ্বদরবারে বাড়বে। এতে আমরা আরো উজ্জীবিত হতে পারি। তথ্যের অবাধ প্রবাহ এখন তৃতীয় বিশ্বে যোগাযোগ প্রক্রিয়ায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তারই অংশ হিসেবে উর্দু অনুষ্ঠান ফিরিয়ে আনার চেষ্টা।
তিনি জানান, বর্তমানে উন্নত বিশ্বের বিভিন্ন দেশের রেডিওসেন্টারে বিদেশি ভাষাভাষী শ্রোতাদের জন্য বিভিন্ন চ্যানেল চালু আছে, আছে বাংলা বিভাগও। যেমন চীনের সিআরআই, আমেরিকার ভিওএ, জার্মানির ডয়চে ভেলে। সুতরাং আমাদের দেশের রাষ্ট্রীয় গণমাধ্যমে বিদেশি ভাষার চ্যানেল চালু হলে এটা আমাদের জন্য সুসংবাদ বটে।
এ বিষয়ে বাংলাদেশ বেতার ঢাকার বাণিজ্যিক কার্যক্রমের প্রযোজনা সহযোগী মো. সবুজ মাহমুদ জাগো নিউজকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নোটিশটি দেখে সবাই মনে করেছেন বাংলাদেশে বেতার নিয়মিত বাংলা অনুষ্ঠানের পাশাপাশি প্রতিদিন উর্দু অনুষ্ঠান প্রচার করবে। বিষয়টি আসলে এমন নয়। মিডিয়াম ওয়েবে, অর্থাৎ স্বাভাবিকভাবে অন্য অনুষ্ঠানের মতো এটি দেশের শ্রোতারা বেতারযন্ত্র (রেডিও) ব্যবহার করে শুনতে পাবেন না। উর্দু অনুষ্ঠানটি কেবল বেতার যন্ত্র দিয়ে উর্দু ভাষাভাষী অঞ্চলের মানুষ শুনতে পারবেন। পৃথিবীর যেসব অঞ্চল উর্দু ভাষাভাষি মানুষ বাস করেন, শুধু সেখানের মানুষেরাই এটি শুনতে পারবেন, আগেও এমটিই হতো। এটি শুধু উর্দু ভাষার অনুষ্ঠানে ক্ষেত্রেই নয়, বহিঃবিশ্ব কার্যক্রমের অন্য ভাষার অনুষ্ঠানও ঠিক একই নিয়মে প্রচার হয়।’
তিনি আরও বলেন, ‘কারিগরি সমস্যার কারণে এখন বহিঃবিশ্ব কার্যক্রমের কোনো ভাষার অনুষ্ঠানই শর্ট ওয়েবে প্রচার করা সম্ভব হচ্ছে না। এ অনুষ্ঠানগুলো এখন কেবল ইন্টারনেট ও অ্যাপের মাধ্যমে শোনা যাচ্ছে। যে অনুষ্ঠানটি নিয়ে এ আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি প্রচারের জন্য অনুমতি দেওয়া হয়েছে। শিগগিরই এর প্রচার কার্যক্রম শুরু হবে।’
বিনোদন
চাকরি হারালেন জ্যোতিকা জ্যোতি

শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদ থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বছরখানেক আগেই চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন তিনি।
তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেটি বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে দিয়ে নিজের প্রথম সরকারি চাকরির অধ্যায়ের ইতি টানলেন এই অভিনেত্রী।
সোমবার (৩০ সেপ্টেম্বর) প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জ্যোতিকা জ্যোতির অব্যাহতির বিষয়টি নিশ্চিত করা হয়।
এই প্রজ্ঞাপনে জ্যোতি ছাড়াও শিল্পকলা একাডেমির চুক্তিভিত্তিক আরও চারজন পরিচালককে অব্যাহতি দেওয়া হয়েছে।
এদিকে অব্যাহতিপত্র পেয়ে নিজেকে অনেকটা ‘ভারমুক্ত’ মনে করছেন জ্যোতিকা জ্যোতি। পাশাপাশি খানিকটা আক্ষেপও শোনা গেল তার কণ্ঠে।
ফেসবুকে অব্যাহতির প্রজ্ঞাপনের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘প্রজ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হলো আমার প্রথম সরকারি চাকরি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমার চাকরির মেয়াদ থাকার পরও আমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। আজ (১ অক্টোবর) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদের দায়িত্বে আমি আর নেই।’
তবে সম্প্রতি শিল্পকলায় নতুন মহাপরিচালক হিসেবে সৈয়দ জামিল আহমেদের নিয়োগ হওয়ার খবর পেয়ে ১৭ সেপ্টেম্বর দুপুরে নিজ কর্মস্থলে গেছেন জ্যোতি। সেখানে গিয়ে সহকর্মীদের হেনস্তার মুখে পড়েন এই অভিনেত্রী।
এই ঘটনার পরপরই শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদ থেকে অব্যাহতি পেলেন জ্যোতিকা জ্যোতি।
বিনোদন
নিজের রিভলভারে গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দ

গুলিবিদ্ধ হয়েছেন বলিউড তারকা গোবিন্দ। মঙ্গলবার (১ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে নিজের বাসাতেই এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ভোরে নিজের রিভলভার থেকেই গুলি লাগে গোবিন্দর পায়ে। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন আইসিইউতে চিকিৎসাধীন অভিনেতা।
গোবিন্দের ম্যানেজার শশী সিংহ জানান, গোবিন্দ কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে বেরোনোর আগে ব্যক্তিগত পিস্তলটি তিনি তুলে রাখতে যান। তখন হাত থেকে মাটিতে পড়ে গিয়ে গুলি চলে। এসময় তার পায়ে গুলি লাগে। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে গুলি বের করতে সক্ষম হয়েছেন। এখন উনি অনেকটাই ভাল আছেন। হাসপাতালেই রয়েছেন।
জানা যায়, ৬০ বছর বয়সী এই অভিনেতা নিজের কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার রাখেন। কলকাতায় রওনা দেওয়ার আগে দেখতে গিয়ে হাত থেকে পড়ে যায় সেটি। এসময় গুলি ছুটে এসে লাগে তার পায়ে। যন্ত্রণায় লুটিয়ে পড়েন গোবিন্দ। তবে তার পরিবারের পক্ষ থেকে এবিষয়ে বিস্তারিত এখনো কিছু জানানো হয়নি।
বিনোদন
আর হচ্ছে যে তিন সিনেমা

শিল্পীদের সঙ্গে চুক্তি হয়েছিল, চূড়ান্ত হয়েছিল শুটিংয়ের সময়ও। কিন্তু শেষ পর্যন্ত ‘রাস্তা’, ‘সাহেব’ ও ‘লীলা’র ভবিষ্যৎ অনিশ্চিত, জানিয়েছেন এই তিন ছবির প্রযোজক, পরিচালক ও অভিনয়শিল্পীরা।
২০২১ সালের শেষের দিকে আসে ‘রাস্তা’ ছবিটির ঘোষণা, কথা ছিল ২০২২ সালের শুরুর দিকে শুটিং শুরু হবে। সিয়াম ও নবাগত স্নিগ্ধা চৌধুরীকে নিয়ে পরিচালক রায়হান রাফীর ছবিটি করার কথা ছিল।
ছবিতে পরিচালকের পারিশ্রমিক ছিল ১০১ টাকা আর নায়ক সিয়াম নিয়েছিলেন ১ হাজার ১ টাকা। যা নিয়ে তখন বেশ আলোচনা হয়। কিন্তু পরে আর ছবিটির শুটিং হয়নি। আদৌ কি আর ছবিটি হবে? প্রযোজক আবদুল আজিজ জানালেন সবই ঠিক ছিল কিন্তু একটা পর্যায়ে তাঁর মনে হয়েছে, গল্পের কারণে সেন্সরে ঝামেলা হতে পারে। তা ছাড়া ছবির নায়কও শুটিংয়ের শিডিউল পেছাতে বলেছিলেন।
আবদুল আজিজ বলেন, ‘শিল্পী, পরিচালক সবার সঙ্গেই চুক্তি হয়েছিল। কিন্তু পরে সিয়াম আরও সময় চাইলেন। গল্পের কারণেও একটু ভয় পাচ্ছিলাম। তারপরও ছবিটি করার ইচ্ছা ছিল। ভাবছিলাম ২০২৩ সালের মাঝামাঝিতে শুরু করব। তখনো সম্ভব হয়নি। এত দিন হয়ে গেল, এখন মনে হচ্ছে আর হয়তো ছবিটি করা হবে না।’
কথা ছিল ঈদুল আজহায় মুক্তি পাবে ‘লীলা’। তাই ২২ মার্চ থেকে আদর আজাদ ও পূজা চেরীকে নিয়ে শুটিং শুরুর কথা ছিল।
কিন্তু তার ঠিক দুদিন আগে বাতিল হয় শুটিং। এখন শোনা যাচ্ছে ছবিটি আর হবে না। প্রযোজকের ঝামেলার কারণে নাকি ছবিটির কাজের অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ছবির পরিচালক আলোক হাসান বলেন, ‘শুটিংয়ে যাওয়ার ঠিক দুদিন আগেই বাতিল হয়েছে। ছবির প্রি-প্রোডাকশন খরচ, শিল্পীদের আগাম পারিশ্রমিকসহ প্রায় ২০ থেকে ২২ লাখ টাকা খরচও হয়ে গেছে। কিন্তু সে সময় কী কারণে প্রযোজক পিছিয়ে গেলেন, জানতে পারিনি। ইদানীং প্রযোজকের কথাবার্তায় মনে হচ্ছে ছবিটি আর হচ্ছে না। ছবিটি নিয়ে তাঁর কোনো আগ্রহই দেখছি না। আমিও আশা ছেড়ে দিয়েছি।’ ছবির নায়িকা পূজা চেরীও জানেন না ছবির খবর। তিনি বলেন, ‘অনেক দিন হয়ে গেল আপডেট পাইনি। হয়তো আর ছবিটি হবে না।’
শরীফুল রাজ ও কলকাতার নায়িকা ইধিকা পালকে নিয়ে গত আগস্টে ‘সাহেব’ সিনেমার শুটিং শুরুর কথা ছিল। পরে শুটিং পিছিয়ে যায়। এখন শোনা যাচ্ছে, এ ছবিটিও আপাতত হচ্ছে না।
এ ব্যাপারে ছবির পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে, দেশের বর্তমান পরিস্থিতির কারণে প্রযোজক ছবিটি আর না–ও করতে পারেন।
প্রযোজকের কথায় বুঝতে পারছি, ছবিটি নিয়ে এখন আর তাঁর কোনো আগ্রহ নেই। পরে অন্য কোনো প্রযোজক পেলে এই নামে ছবিটি হতেও পারে। তবে শতভাগ নিশ্চয়তা দিতে পারছি না।’
-
বিনোদন5 months ago
নতুন কিছু আসছে, অপেক্ষা করুন: বাঁধন
-
Uncategorized7 months ago
কী নির্মম! কী নিষ্ঠুর!
-
বিনোদন3 months ago
ইন্ডাস্ট্রির জন্য কাজ করতেই সিনেমায় এসেছি : চিত্রনায়ক মুন্না খান
-
বিনোদন7 months ago
জাদুশিল্পী সংগঠনে কার্যকরী পরিষদ গঠিত
-
বিনোদন5 months ago
সাত গানের প্রকল্পে লুৎফর হাসানের সাথে মার্সেল
-
বিনোদন7 months ago
শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক সৈয়দ জামিল
-
বিনোদন7 months ago
পদত্যাগ চান অভিনয়শিল্পীরা
-
কেনাকাটা7 months ago
গণ-অভ্যুত্থান: নতুন রাজনৈতিক বন্দোবস্ত কেন জরুরি